তৃণমূলের নেতারাই বন্ধ করলেন কাজ নিম্নমানের সামগ্ৰী ব‍্যবহারের অভিযোগে

2nd August 2021 12:18 pm মালদা
তৃণমূলের নেতারাই বন্ধ করলেন কাজ নিম্নমানের সামগ্ৰী ব‍্যবহারের অভিযোগে


দেবাশীষ পাল ( মালদা ) :  নিম্নমানের কাজের অভিযোগ তুলে রাস্তা নির্মাণ কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল তৃণমূল নেতৃত্ব।সঠিক সামগ্রী ব্যবহার করা হচ্ছে না কাজে এই অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা কর্মীদের।ঘটনাটি সামনে এসেছে মানিকচক ব্লকের ভূতনি থানার দক্ষিণ চন্ডীপুর এলাকায়।দলের পতাকা হাতে এলাকাজুড়ে মিছিল করে রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়। মানিকচকের ভূতনির শঙ্করটোলা বাঁধের উপর শুরু হয়েছে পাকা রাস্তার কাজ।যে রাস্তা ভুতনি হাসপাতাল পর্যন্ত নির্মাণ হবে।উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের বরাদ্দ অর্থ প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যায়ে ৭ কিমি রাস্তা নির্মাণ কাজ চলছে। তবে এই রাস্তার কাজে নিম্নমানের অভিযোগ তুলে অনির্দিষ্ট কালের জন্য রাস্তার কাজ বন্ধ করে দিল দক্ষিণ চন্ডীপুর অঞ্চল তৃণমূল নেতৃত্ব সহ স্থানীয় বাসিন্দারা।নিয়ম মেনে সঠিক কাজ না হলে বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য রাস্তা নির্মাণ কাজ  এমনটা জানান বিক্ষোভকারীরা ।  দক্ষিণ চন্ডিপুর অঞ্চল তৃণমূল সভাপতি সৌমেন মন্ডল অভিযোগ করে বলেন,ঠিকাদার সংস্থা বারংবার ঢিলেঢালা মনোভাবের কারণে বছরের পর বছর পার হয়েছে রাস্তা নির্মাণ নিয়ে। তবে বর্তমানে যেভাবে রাস্তার কাজ করা হয়েছে তা অত্যন্ত নিম্নমানের।পেপার মার্বেলের কাজ সমস্তটাই মাটি দিয়ে করা হচ্ছে।নিম্নমানের সমস্ত সামগ্রী দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে।এই ভাবে রাস্তা করা হলে মানুষের যে সমস্যা তা থেকেই যাবে।তাই রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও গোটা ঘটনা সঠিক কাজ হচ্ছে বলে দাবি ঠিকাদার সংস্থার কর্মীরা। উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান ঠিকাদার সংস্থার কর্মী বিপ্লব কুমার কুন্ডু। এই বিষয়ে মানিকচক বিধানসভার তৃণমূলের বিধায়িকা সাবিত্রী মিত্র ফোনে ধরা হয় তিনি এবিষয়ে জানাই, দলীয় ঝান্ডা নিয়ে রাস্তার কাজ বন্ধ করা ঠিক নয় ।  রাস্তার কাজ খারাপ হলে সেটা লিখিতভাবে প্রশাসনকে জানালে এলাকাবাসী ভালো হয় । আমি জেলা প্রশাসনকে বিষয়টি খোঁজখবর নেওয়ার অনুরোধ জানাবো এবং আমিও এইবিষয়ে আমার জানাছিলোনা আমিও খতিয়ে  দেখছি।





Others News